Tapan Kumar Ghosh
ISBN: 978-8194518761
Published: March 2021
Pages: 216
Binding: Hardcover
Published by: Virasat Art Publications
রবীন্দ্রনাথ প্রায় গোটা জীবন আবিশ্ব ঘুরে বেড়িয়েছেন, দেখেছেন, শুনেছেন, মিলেছেন, মিলিয়েছেনও। তীর চলার পথে পাশের দৃশ্যপট যেন ক্রমশ সরে সরে গিয়ে নতুন নতুন প্রত্যয়ের জন্ম দিয়েছে, যা তার লেখনির মাধ্যমে আমাদের সমৃদ্ধির পথ দেখিয়েছে। তিনি নিয়েছেন, তিনি দিয়েছেন। তাই তার বোধের অপার পরিধির মধ্যে আমরা কখনও কখনও দিক ভূল করে ফেলি – বিষয় থেকে বিষয়াস্তরে হারিয়ে যাই। কিন্তু যেসব মনিমুক্তো তিনি আমাদের জন্য রেখে গেছেন তার উপযুক্ত চয়ন উত্তর প্রজন্মের মানুষের জীবনে এই ভ্রাস্তিকালে এক একটি আলোকবর্তিকার মতো। আর তেমনই এক সুচারু নির্বাচন সংযোজিত হলো প্রাজ্ঞ গবেষক ও অধ্যাপক তপনকুমার ঘোষ এর মাধ্যমে।
রবীন্দ্রনাথের সৃষ্টি ও চলচ্চিত্রের সম্পর্ক নির্ণয় করে বিষয় নির্বাচন ব্যাপারটি যে খুব চোখে পড়ে, তা কিন্তু নয়। আসলে রবীন্দ্র প্রতিভার নানামুখী প্রকাশ তার লেখা গল্প, উপন্যাস, কবিতা, গান সহ সমাজ ভাবনার নানা শাখা প্রশাখাতে বিস্তৃত, যে আমরা তাতেই অবগাহনের আনন্দে মেতে থাকি। তারপরেও যে আরো কিছু থেকে যায় তা সাধারণভাবে আমরা ভেবে দেখিনা। আর এখানেই কৃতিত্ব এই বই-এর লেখকের তিনি আপাত গৌণ, অতি গুরুত্বপূর্ণ জটিল বিষয়টিকে মননশীল ও সহজ উপস্থাপনের মধ্যে আমাদের কাছে তুলে ধরেছেন। যদিও এই বই-এর নাম শুনলে পাঠকের প্রাথমিক প্রতিক্রিয়া এটাই হতে পারে -_ এটি নিছকই রবীন্দ্রসাহিত্যের অনুসরণে নির্মিত চলচ্চিত্রের ওপর একটি সমালৌচনা গ্রন্থ। আসলে কেবল এটাই এই বইটির উপপাদ্য নয় রবীন্দ্রনাথ সেই বাল্যকাল থেকে “গৃহবন্দী” অবস্থানের নির্দিষ্ট বন্ধনীর মধ্য দিয়ে বাইরের জগৎকে দেখার অভ্যাস করেছিলেন।
জানালার ফ্রেমের এপারে দীড়িয়ে ওপারের দৃশ্য দেখাই শুধু নয়, নিজের বাড়িতে সমস্ত মহলে প্রবেশর অনুমতিও তাঁদের তখন ছিল না। তাই সেইসব মহলের চলমান জীবনকে বালক কবি উপলব্ধি করতেন সেই ফ্রেমের মধ্য থেকেই ৷ তীর এই অভ্যাস ক্রমে পরিণত হয়ে ওঠে পরবর্তাকালে যা যা দেখেছেন এবং সেগুলি তাকে যেভাবে প্রভাবিত করেছিল তা যেন রবীন্দ্রনাথের জীবতকালে এবং পরবর্তীতে তার যেসব রচনা চলচ্চিত্রে রূপ পেয়েছে তা খতিয়ে দেখলে মনে হতেই পারে স্বয়ং লেখক বুঝি আগে থেকেই এসবের বিন্যাস তৈরী করে দিয়েছিলেন। আর এইসব কিছুকে পাঠকের সামনে এক মেধাবী আলোচনায় এনে রবীন্দ্রগবেষণার একটি নতুন দরজা খুলে দিয়েছেন অধ্যাপক তপনকুমার ঘোষ। আমি যারপরনাই তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ প্রচ্ছদশিল্পী, সম্পাদকমণ্ডলী, রর্ণসংস্থাপন ও মুদ্রণ বিভাগের কুশীলবদের প্রতি। ।
— গণেশ প্রতাপ সিং















Reviews
There are no reviews yet.