Home / Subrata Kumar Das

Author

Subrata Kumar Das
২০১৩ সাল থেকে কানাডার টরন্টোতে সপরিবার অভিবাসী সুব্রতকুমার দাসের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালীতে; ১৯৬৪ সালের ৪ মার্চ। ২০১৮ সালে আমেরিকার নিউ জার্সি শহর থেকে গায়ত্রী গ্যামার্স মেমোরিয়াল পুরস্কার লাভ করেন তিনি। ২০২৩ সালে আয়োজিত কানাডার দক্ষিণ এশীয় সাহিত্য উৎসবে তিনি কানাডার শ্রেষ্ঠ বাঙালি লেখকের পুরস্কার লাভ করেন। ২০২১ সালে কানাডার শীর্ষ ২৫ অভিবাসী পুরস্কারের সংক্ষিপ্ত প্রার্থী তালিকায় উঠে এসেছিল সুব্রতর নাম। কানাডায় বসবাসকারী বাঙালি লেখকদের নিয়ে সুব্রতর সাম্প্রতিক উদ্যোগ কানাডা জার্নাল|

কানাডার মূলধারার লেখকদের সাথে বাঙালি লেখকদের সেতুবন্ধ রচনায় সুব্রতর অবদান বিশেষভাবে উচ্চারিত। ২০২০ সালে প্রথম বাঙালি হিসেবে তিনি টরন্টো ইন্টারন্যশনাল ফেস্টিভ্যাল অব অথরস বা টিফা-তে আমন্ত্রণ লাভ করেন এবং এগারোজন লেখকের একটি দলের নেতৃত্ব দেন। ২০০৩ সাল থেকে বাংলাদেশের উপন্যাস নিয়ে ওয়েবসাইট বাংলাদেশি নভেলস্ নিয়ে কাজ করে চলেছেন। সুব্রতকুমার দাসকে নিয়ে প্রকাশিত চারটি গ্রন্থ হলো: 'হীরকজয়ন্তী: সুব্রত কুমার দাস' (২০২৪), Subrata Kumar Das: A Boy of Intellect (2024), 'সুবর্ণ জন্মজয়ন্তী: সুব্রতকুমার দাস (২০১৪) এবং 'তিনি এবং আমরা' (২০১৩)। এছাড়া যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রকাশিত Poetry Out Loud.

(POL) পত্রিকার ২০২৪ সংখ্যায় সুব্রতকে নিয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী সুব্রত ১৯৯২ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত। সুব্রত'র গ্রন্থসংখ্যা ত্রিশ।
Books by Subrata Kumar Das
Canadar Sahitya

কানাডীয় সাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডারটি বাংলা ভাষার পাঠকদের নিকট পরিচয় করাতে কানাডাবাসী বাংলাদেশের লেখক সুব্রতকুমার দাসের এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop